দুর্বৃত্তের গুলিতে সোমবার ভোররাত সাড়ে ৪টায় নিউইয়র্ক সিটির রিচমন্ড হিলে নিহত বাংলাদেশি শাহেদ উদ্দিন (২৭) এর জানাজা অনুষ্ঠিত হবে বুধবার বাদ এশা। রাত ৯টায় ওজনপার্কের ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে তার জানাজা হবে।
শাহেদের বাবা যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিনের উদ্ধৃতি দিয়ে কমিউনিটি লিডার আবু নাসের আরো জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় তার লাশ নেয়া হবে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে অবস্থিত মুসলিম গোরস্থানে। সেখানেই তাকে দাফন করা হবে।
এদিকে, একই সময়ে গুলিতে আহত অপর বাংলাদেশি যুবক ইপু জামানকে (২৭) চিকিৎসার পর সোমবার বিকেলে জ্যামাইকা হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়েছে। তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন, নাইট ক্লাবে সৃষ্ট গণ্ডগোলের ভিকটিম হয়েছেন তারা। কারণ, গণ্ডগোলে লিপ্তদের একজন (কৃষ্ণাঙ্গ) বাইরে এসে তাদের মধ্যে ঢুকে পড়েছিল। সে সময় দুর্বৃত্ততরা ব্রাশ ফায়ার করলে শাহেদের বুকে তা বিদ্ধ হয়। ইপুর দু’পায়েই গুলি লাগে। এবং ঐ ২৮ বছর বয়েসী কৃষ্ণাঙ্গের বুক ভেদ করেছে আরেকটি গুলি। সে এখনও হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোররাত সাড়ে ৪টায় বিবদমান দুই গ্রুপের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এদিকে, শাহেদকে গুলিবর্ষণকারি কেউই ঘটনার ৪৮ ঘণ্টা পরও গ্রেফতার না হওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন হত্যাযজ্ঞে লিপ্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীরা।
বিডি প্রতিদিন/হিমেল