বাংলাদেশি লেখক নুমাইর আতিফ চৌধুরী তার প্রথম উপন্যাস ‘বাবু বাংলাদেশ’-এর জন্য সম্মানজনক আর্ন্তজাতিক পুরস্কার 'শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজ ২০১৯'-এর মনোনয়ন পেয়েছেন। গত ২ সেপ্টেম্বর ভারত ভিত্তিক শক্তি ভাট ফাউন্ডেশন ২০১৯ সালের জন্য চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত পাঁচটি উপন্যাসের নাম ঘোষণা করে। ভারতীয় উপমহাদেশের লেখকদের সাড়া জাগানো প্রথম উপন্যাস এই পুরস্কারের জন্য মনোনিত হয়।
এবারের তালিকায় নুমাইরের বই ছাড়াও মনোনয়ন প্রাপ্ত অন্য বই গুলো হ, নাদিয়া আকবরের ‘গুডবাই ফ্রেডি মারকারি’, রোশান আলির ‘ইব’স এন্ডলেস সার্চ ফর স্যাটিসফেকশন’, সাংবাদিক প্রিয়াঙ্কা দুবে’র ‘নো নেশন ফর উইমেন’ এবং টনি জোসেফ এর ‘আর্লি ইন্ডিয়ানস’। ভারতের আইবিডি’স ব্রাকেট বুকস এর সম্পাদক শক্তি ভাট এর সম্মানে ২০০৮ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে। নতুন লেখকরা তাদের প্রথম লেখা বইয়ের জন্য এই পুরস্কার পান।
বাংলাদেশি লেখক, সাহিত্যের ছাত্র ও গবেষক ড. নুমাইর আতিফ চৌধুরীর লেখা প্রথম বই ‘বাবু বাংলাদেশ’ প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে। তবে দুঃখজনক হলো বইটি প্রকাশের আগেই ২০১৮ সালের সেপ্টেম্বরে জাপানের কিয়োটো নদীতে ডুবে অকালে প্রাণ হারান সম্ভাবনাময়ী এই লেখক।
প্রতিবছর শক্তি ভাট ফার্স্ট বুক প্রাইজের বিজয়ী লেখককে ২ লাখ রুপি এবং একটি ট্রফি দিয়ে সম্মাননা জানানো হয়। উপন্যাস, কবিতা, ফিকশন, নন-ফিকশন, নাটকসহ বিভিন্ন ক্যাটাগরির লেখা এই পুরস্কারের জন্য আহবান করা হয়। ২০১৮ সালে সুজাতা গিধলা তার ‘অ্যান্টস অ্যামং এলিফ্যান্টস: অ্যান আনটাচেবল ফ্যামিলি অ্যান্ড দি মেকিং অব মডার্ন ইন্ডিয়া’ উপন্যাসের জন্য এই পুরস্কার পান। আগামী নভেম্বর মাসে এ বছরের চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ