চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ১নং প্যানেল মেয়র, ২০ নং ওয়ার্ড (দেওয়ানবাজার) কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনীকে সংবর্ধনা দিয়েছে রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যুবলীগ সভাপতি শওকত ওসমান চৌধুরীর সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি নন্দলাল সরকার ও সাধারণ সম্পাদক আরকান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের (রিয়াদ আওয়ামী লীগ) ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম মিলন। প্রধান বক্তা ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের সাধারণ সম্পাদক, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের গোলাম মহিউদ্দিন, ইছা উল্লাহ্, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বশির, মেহেদী হাসান মুরাদ, শহীদুল ইসলাম মাতবর, সাংগঠনিক সম্পাদক শহীদ মুন্সি, জাহাঙ্গীর আলম, রিয়াদ জেলা শ্রমিক লীগের সহ সভাপতি শেখ জামাল, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আহমেদ, মুক্তিযোদ্ধ প্রজন্ম লীগের সভাপতি আলমগীর হোসেন, আল খারজ আওয়ামী লীগের সভাপতি মোছলেহ উদ্দিন মুন্না, মহানগর যুবলীগের সংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন ফ্রেন্ডস অব বাংলাদেশ রিয়াদের (রিয়াদ আওয়ামী লীগ) সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম হিরো, প্রবাসী শিবচর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান মাতবর, রিয়াদ মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ মাতবর, বাথা শাখা যুবলীগের সভাপতি আব্দুল করিম সহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/ফারজানা