অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণ সভায় যোগ দিতে ষাটের দশকের ছাত্র আন্দোলনে কিংবদন্তী ছাত্রনেতা, ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রবীণ বাম রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য লন্ডন এসে পৌঁছেছেন।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবাসী মুজিব নগর সরকারের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক মোজাফফর আহমদ স্মরণে আগামী ৪ নভেম্বর, সোমবার বিকেল সাড়ে ৫টায় পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ অক্সফোর্ড হাউসে অনুষ্ঠিত হবে এই নাগরিক স্মরণসভা।
শনিবার বিকেলে পঙ্কজ ভট্টাচার্য লন্ডন হিথরো বিমান এসে পৌছালে অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভা কমিটির পক্ষে থেকে তাকে স্বাগত জানান প্রবীণ সাংবাদিক আবু মুসা হাসান, কমিউনিটি নেতা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, সাংবাদিক নিলুফা হাসান ও সাংবাদিক সৈয়দ আনাস পাশা।
তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেত্রী বহ্নি শিখা দাশ পুরকায়স্থ। সংক্ষিপ্ত সফর শেষে ১০ই নভেম্বর রবিবার দেশে ফিরে যাবেন তারা।
এখানে উল্লেখ্য, সোমবারের অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভায় রাষ্ট্রের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পঙ্কজ ভট্টাচার্য।
অসুস্থ শরীর নিয়েও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন প্রয়াত মোজাফফর আহমদের স্নেহধন্য ছাত্র ও কিংবদন্তী সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী।
ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীণ সংগঠক সুলতান শরীফসহ রাজনীতি ও বিভিন্ন অঙ্গনের অগ্রণী ব্যক্তিবর্গও স্মরণসভায় কথা বলবেন সদ্য প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদকে নিয়ে।
স্মরণসভা সফল করতে ব্রিটেনে মুক্তিযুদ্ধের প্রবীণ দুই সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও মাহমুদ এ রউফকে যথাক্রমে প্রধান উপদেষ্টা ও আহ্বায়ক করা হয়।
এর আগে রাজনীতি ও বিভিন্ন অঙ্গনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয় ‘অধ্যাপক মোজাফফর আহমদ নাগরিক স্মরণসভা কমিটি, যুক্তরাজ্য’। স্মরণ অনুষ্ঠান উপলক্ষে এই কমিটির উদ্যোগে ম্যাগাজিন প্রকাশ ও একটি প্রামান্যচিত্রও প্রদর্শিত হবে।
উল্লেখ্য, গত ২৩শে আগস্ট ৯৭ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমদ।
বিডি-পতিদিন/সালাহ উদ্দীন