করোনার প্রভাবে লকডাউনের কবলে কর্মহীন তিন শতাধিক প্রবাসীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তৃতীয় ধাপে উপহার স্বরূপ ঈদ সামগ্রী বিতরণ করেছে মালয়েশিয়া শাখা বিএনপি।
মালয়েশিয়া শাখা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শহীদ উল্যাহ শহীদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের সার্বিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার মালয়েশিয়া বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শহীদ উল্যাহ শহীদ কুয়ালালামপুর এরিয়ার বেশ কয়েকটি এলাকায় কর্মহীন মানুষকে এবং বিভিন্ন শাখা কমিটির নেতা কর্মীদের মাঝে বিতরণের জন্য শাখা কমিটির সভাপতি ও সেক্রেটারিদের হাতে এসব খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
এসময় এক প্রতিক্রিয়ায় শহীদ উল্যাহ শহীদ বলেন, এবারে খাদ্য সহায়তার তৃতীয় ধাপে আমাদের আহ্বানে সাড়া দিয়ে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আলী হোসেন এগিয়ে এসেছেন। তিনি ইতিমধ্যে বাংলাদেশেও কয়েক হাজার বিএনপি পরিবারের মাঝে কয়েক লাখ টাকার ঈদ সামগ্রী বিতরণ করেছেন।
আলী হোসেনের মত অন্যান্য আরও বিত্তশালীরা যদি এভাবে এগিয়ে আসতেন তাহলে মালয়েশিয়ায় আর আমাদের কোনো প্রবাসী ভাই সমস্যায় থাকতেন না।
বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে এবং তারেক রহমানের নির্দেশনায় আমরা এই মহান কাজে নেমেছি। যাইহোক আমাদের এই মানবিক সহায়তার উদ্যোগ যত দিন বেঁচে থাকি মালয়েশিয়া এবং বাংলাদেশে অতীতের মত চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি। যোগ করেন তিনি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম