৯ আগস্ট, ২০২০ ১২:০৩

লিসবন দূতাবাসে বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

লিসবন প্রতিনিধি

লিসবন দূতাবাসে বঙ্গমাতা ও শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম এবং জাতির পিতার বড় ছেলে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে পর্তুগালের লিসবন দূতাবাসে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হয় স্মরণ সভা। পরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে জানান রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দীকিসহ পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজীবের সঞ্চালনায় ও রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দীকির সভাপতিত্বে আলোচনা পর্ব শুরু হয়।

ফুলের শ্রদ্ধাঞ্জলি দেয়ার পর বাংলাদেশ দূতাবাস কর্তৃক দু’টি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে ফুটে উঠে ২৬ বছরের শেখ কামাল ছিলেন একজন দুর্দান্ত ছাত্র, একজন সংস্কৃতিমনা, একজন দক্ষ ক্রিকেটার এবং বঙ্গবন্ধুর সহধর্মিণী ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা মহানায়ক গড়ার কারিগর।

স্মরণ সভায় বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, ইমরান হোসেন ভুঁইয়া, দেলোয়ার হোসেন, রেজাউল বাসিত, জাকির হোসেন, অ্যাডভোকেট হাবিবুর রহমান, তানভীর আলম জনি, জামাল উদ্দিন, নারী নেত্রী সানজিদা মনা, কাওসার আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, ছাত্রলীগ নেতা রিয়াদ।

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর