৩১ অক্টোবর, ২০২০ ০৯:৪৯

যুক্তরাষ্ট্রে কাল থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছাচ্ছে

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে কাল থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছাচ্ছে

ওয়াচ

যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রবিবার রাত (শনিবার দিবাগত রাত) ২টার সময় ঘড়ির কাটা এক ঘণ্টা পিছিয়ে ১টা বাজাতে হবে। সে সময় থেকে ডে লাইট স্যাভিঙ্গ টাইমের সমাপ্তি ঘটবে অর্থাৎ শুরু হবে স্ট্যান্ডার্ড টাইম। 

মার্চের ৮ তারিখ রবিবার ভোর রাতে সূর্যের আলোকে অধিক সময় কাজে লাগাতে শুরু হয় ডে লাইট সেভিঙ্গ টাইম। নতুন সময়সূচি অনুযায়ী নিউইয়র্কে যখন বেলা ১২টা বাজবে, ঢাকায় তখন হবে রাত ১১টা। এ কর্মসূচি অব্যাহত থাকবে সামনের বছর ১৪ মার্চ রবিবার রাত ১টা পর্যন্ত। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর