অর্থ পাচারকারীদের সামাজিকভাবে বয়কটে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে কানাডাভিত্তিক সংগঠন 'লুটেরা রুখো স্বদেশ বাঁচাও'। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সংগঠনটির পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কানাডার টরন্টোয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে ভাষা সৌধ (যা শহীদ মিনারের হুবহু আদলে নির্মিত) নির্মাণের দায়িত্বে থাকা ‘অর্গানাইজেশন ফর টরন্টো ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে মনুমেন্ট ইনক (আইএমএলডি ইনক)’-এর সঙ্গে কতিপয় ব্যক্তি যুক্ত আছেন যাদের বিরুদ্ধে বাংলাদেশের এক বা একাধিক ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগ তদন্ত করছে বলেও পত্রিকায় খবর বেরিয়েছে। আইএমএলডির মতো একটি সংগঠনে তাদের অন্তর্ভুক্তি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
বিবৃতিতে আরো বলা হয়, আমরা আশা করছি টরন্টো ও সমগ্র কানাডা তথা বিশ্বের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে কোনোভাবেই অর্থপাচারকারী এবং লুটেরাদের অন্তর্ভুক্ত করা না হয় এবং তাদের কাছ থেকে কোন ধরনের আর্থিক সাহায্য গ্রহণ না করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার