কাতারে উৎসমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জার্সি উম্মোচন অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজার সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মো. আমিনুল ইসলাম।
সাংবাদিক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মিন্টু মিয়া, আবুল বাশার, সোহাগ আহমেদ, ইব্রাহিম, সিদ্দিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া তিতাস ক্রিকেট ক্লাবের টিম ম্যানেজার মাহবুর রহমান ও দলের অধিনায়ক মো. রিসান, ঝিঁঝিঁ পোকা ক্লাবের অধিনায়ক মো. রুমান, হ্যাপী ক্লাবের অধিনায়ক ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফ্রেন্ডস ক্লাবের অধিনায়ক শাহিন আহমেদ, সহ-অধিনায়ক বোরহান উদ্দিন, হাবিবুর রহমান, জয় আহমেদ, সাইফুল ইসলাম, আসিফ আহমেদসহ দলের সকল খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
বিদেশের মাটিতে দেশের সুনাম বৃদ্ধি করার পাশাপাশি প্রবাস জীবনের কর্মময় ব্যস্ত সময়ে শরীর ও মনকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান বক্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন