কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির উদ্যোগে কানাডা ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ কিভাবে আরো সম্প্রসারণ করা যায় সে বিষয়ে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ইকবাল রহমানের সঞ্চালনায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগারির সভাপতি মোঃ রশিদ রিপন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কানাডাস্ত বাংলাদেশ হাইকমিশনার ডক্টর খলিলুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন ক্যালগেরির বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিবর্গ।
আলোচনায় বর্তমানে বাংলাদেশে যে বিনিয়োগের অনুকূল পরিবেশ বিরাজ করছে তা তুলে ধরা হয়। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা প্রদেশ বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়। বর্তমান সরকার বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে বিনিয়োগকারীদের জন্য যে সকল প্রণোদনা ও সুযোগ-সুবিধা প্রদান করছে সে বিষয়েও আলোকপাত করা হয়।
আলোচনায় অংশ নেন মোহাম্মদ বাতেন, মোহাম্মদ কাদির, আব্দুল্লাহ রফিক, মোহাম্মদ হুসেইন, সাজ্জাদ বিপু, মোহাম্মদ শামস, জান্নাত মৌ, আনোয়ারুল করিম, নাজমুল আহসান, মোহাম্মদ রুহুল আমিন, রবিউল হোসেন ক্যালভিন, নাইম রেজা, জয়ন্ত বসু, তাসফিন হোসেন, মিয়া মোঃ মাইনুল কবির এবং শাকিল মাহমুদ।
খনিজ সম্পদ, জ্বালানি ও গ্যাস, ভৌত অবকাঠামো, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ঔষধ ,ক্ষুদ্র ও মাঝারি ধরনের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, তথ্য প্রযুক্তি, সফটওয়্যার, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ইত্যাদি বিষয়ে আলবার্টা প্রদেশের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয় আলোচনায় অগ্রাধিকার পায়।
কলামিস্ট উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মোঃ মাহমুদ হাসান বলেন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরি ও বাংলাদেশ হাইকমিশন আয়োজিত মতবিনিময় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং মাতৃভূমির উন্নয়নের সেতুবন্ধন তৈরির একটি শুভ সূচনা হতে পারে। হাইকমিশনার ও ব্যবসায়ী সম্প্রদায়ের এই আলোচনা উন্নয়ন দিগন্তে শুভ ফল বয়ে আনবে বলেই বিশ্বাস করি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ