প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে সেলিম রেজা বলেন, ‘বীরউত্তম খেতাব কেড়ে নেয়ার নির্লজ্জ অপচেষ্টার প্রতিবাদ জানানোর সময় সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে হামলা চালিয়েছে এবং বেশ ক’জন নেতাকে গ্রেফতার করেছে। এমন আচরণ স্বৈরাচারকেও হার মানিয়েছে। আশা করছি, গণতন্ত্রের স্বার্থে ক্ষমতাসীনরা বীর মুক্তিযোদ্ধার খেতাব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র থেকে বিরত হবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ