শহীদ সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনের ছেলে, খ্যাতনামা সাংবাদিক-কলামিস্ট ও প্রজন্ম একাত্তরের সভাপতি শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা।
উল্লেখ্য, ক্যান্সারে আক্রান্ত শাহীন রেজা নূর (৬৬) চিকিৎসাধীন অবস্থায় কানাডার ভ্যাঙ্কুবারের একটি হাসপাতালে ১২ ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাত ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শাহীন রেজা নূর ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের অন্যতম সহ-সভাপতি ফাহিম রেজা নূরের মেজভাই।
শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে বিবৃতিতে দিয়েছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. নূরুন্নবী ও ভারপ্রাপ্ত সেক্রেটারি রেফায়েত চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মনসুর এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি রেজাউল বারি, কোষাধ্যক্ষ আলিম খান আকাশ, আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট এম এ সালাম, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটার্নস’৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া।
বিবৃতি প্রদানকারী বিশিষ্টজনদের মধ্যে আরও রয়েছেন ইউনিভার্সিটি অব নিউঅর্লিন্সের সাবেক উপ-উপাচার্য এবং এমিরিটাস অধ্যাপক ড. মোস্তফা সারোয়ার, সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বেলাল বেগ, চলচ্চিত্রকার কবির আনোয়ার, কমিউনিটি লিডার মোরশেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফি চৌধুরী হারুন, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, অর্থনীতিবিদ ড. শফিক ইসলাম, ডা. টমাস দুলু রায়, সাংবাদিক শীতাংশু গুহ, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি হাসান আল আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন, রওশন আরা নিপা, শুভ রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ