ওমানে ঘণ কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে শোক জানিয়েছে প্রবাসী অধিকার পরিষদ। শনিবার (১৩-ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর আনুমানিক ৬ টায় এ ঘটনা ঘটে।
জানা যায় আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িটিতে আরোহী ১১ জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দ্বীপের মিলাদ, মিনহাজ, ফারুক, মামুন ও হাতিয়া নিঝুমদির রুবেলসহ ৫ জনের এবং মুমূর্ষু অবস্থায় স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় বাকি ৬ জন যাত্রীকে ভর্তি করা হয় দুকুম সরকারি হাসপাতালে।
আহত ৬ জনের মধ্যে সন্দ্বীপের দিদার ও স্থানীয় ওমানি ড্রাইভারকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে)। আহত অন্য চারজনের মধ্যে সন্দ্বীপের মাইনুদ্দিন, আশরাফ ও যে দুজনের নাম জানা সম্ভব হয়নি তারাও হাসপাতালটিতে রয়েছেন চিকিৎসাধীন। যুবলীগ নেতা আলাউদ্দিন আলো ও প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান ফরহাদ এবং নিহত মিনহাজের মামা এ তথ্য নিশ্চিত করেন।
মর্মান্তিক এ দুর্ঘটনার বিষয়ে জানতে চেয়ে দূতাবাসে ক্ষুদে বার্তা প্রেরণ ও বারবার ফোন দেয়া হলেও ফোন ধরেননি কেউ।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের পক্ষে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে সংগঠনটির সভাপতি প্রকৌশলী আলী আশরাফ। তিনি নিহতদের মরদেহ কোন কালক্ষেপণ ছাড়াই সরকারি খরচে দেশে প্রেরণ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাস ওমানের দৃষ্টি আকর্ষণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল