ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমান। বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমানের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের ওমান প্রতিনিধি এইচ এম হুমায়ুন কবিরের নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ওমানে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে সোমবার ওমানের বারকা পেলেসে ওমানের সুলতান হাইতাম বিন তারেকের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রদূত তার পরিচয়পত্র প্রদান করেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।
এসময় বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। সুলতান ওমানের অর্থনীতিতে বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন এবং প্রয়োজনে বাংলাদেশিদের পাশে থাকার আশ্বাস দেন।
রাষ্ট্রদূত মিজানুর রহমানের ক্রেডেন্সিয়াল সম্পন্ন হওয়ায় বাংলাদেশ সাংবাদিক ফোরাম ওমান ছাড়াও রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের পক্ষে ক্লাবটির সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ওমানের পক্ষে সংগঠনটির সভাপতি প্রকৌশলী আলী আশরাফ, চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষে সংগঠনটির সভাপতি সিআইপি ইয়াছিন চৌধুরী এবং ওমান আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ।
আলাপচারিতায় রাষ্ট্রদূত মিজানুর রহমান ওমানের আইন-কানুন মেনে চলার পরামর্শ দেন।
বিডি প্রতিদিন/আরাফাত