বায়ান্নর ভাষা আন্দোলনের অত্যন্ত গুরুতপূর্ণ নেতা, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে মহান শহীদ দিবস তথা ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে আমেরিকার জর্জিয়া স্টেট সিনেট এক রেজ্যুলেশন পাস করেছে।
১৭ ফেব্রুয়ারি এ রেজ্যুলেশনে (জর্জিয়া সিনেট রেজ্যুলেশন ১১৩) বাংলাদেশের জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী চলতি বছর উদযাপিত হওয়ার প্রসঙ্গ: উল্লেখ করে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। রেজ্যুলেশনে বলা হয়েছে, ‘ভাষা হচ্ছে বিশ্বের প্রতিটি মানুষের জন্যই অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। বহুভাষী সমাজে নিজ নিজ ভাষা ও সংস্কৃতির লালন, বিকাশ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রত্যেকের মাতৃভাষা। এজন্য ইউনেস্কো ও পরবর্তীতে জাতিসংঘ একুশ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা দিয়েছে।’
জর্জিয়া স্টেট সিনেটে এই রেজ্যুলেশন উত্থাপনকারী প্রথম বাংলাদেশি তথা প্রথম মুসলমান-আমেরিকান সিনেটর শেখ রহমান এ প্রসঙ্গে বলেছেন, ‘মায়ের ভাষা তথা নিজ দেশ, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্যকে সমুন্নত রাখার অভিপ্রায়ে যারা অকৃপণভাবে রক্ত দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেই চেতনা প্রবাস প্রজন্মে জাগ্রত রাখার জন্যে জর্জিয়া স্টেট সিনেটের এই রেজ্যুলেশনের গুরুত্ব অপরিসীম।’
তিনি বলেন, ‘আশা করছি, ভাষা শহীদদের স্মৃতি জাগ্রত রাখতে সুদূর এই প্রবাসে সকলেই যত্নবান থাকবেন।’
উল্লেখ্য, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা এমন একটি রেজ্যুলেশনের জন্যে সিনেটর শেখ রহমানের সাথে দেন-দরবার করেছিলেন। এ জন্য তাকেও একটি অফিসিয়াল কপি প্রদানের কথা উল্লেখ করা হয়েছে পাস হওয়া ওই রেজ্যুলেশনে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ