প্রবাসী শিল্পীদের নিয়ে প্রথমবারের মতো ২৬ মার্চ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইউরোপিয়ান কালচারাল সিভিল সোসাইটি।
ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত সংস্কৃতিমনা প্রবাসী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শিল্পী সিদ্দিকা এবং তপন ডি রোজারিওর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীরা নাচ-গান এবং কবিতার মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উজ্জ্বলা রোজারিও, রীতা মেঘ রিবেরু, অনিক রিচার্ড কস্তা, সুমি মেরিলিন রোজারিও, রাখি পিউরীফিকেশন, টিনা দে, লীনা এবং রোনান্ড তপু রিবেরু এবং রিপন রিবেরু।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউরোপিয়ান কালচারাল সিভিল সোসাইটির পিউস কস্তা, দীপক গোমেজ, ড্যানি গোমেজ, শিপন রিবেরু, জেরম গোমেজ, ওয়াসিংটন এমবোজ বোস, রনজু কস্তা, টনি রোজারিও, অসীম রিবেরু, প্রলয় রোজারিও, এরিক দিয়ান আনজুস।
বাংলাদেশ ইউরোপিয়ান কালচারাল সিভিল সোসাইটির মূল উদ্দেশ্য ইউরোপে বসবাসরত সংস্কৃতিমনা প্রবাসী বাংলাদেশিদের একত্রিত করা এবং সম্মিলিতভাবে বাংলাদেশের সংস্কৃতিকে ইউরোপে তুলে ধরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন