বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ দূতাবাস ওমানের মাস্কাটে শুক্রবার ‘মুজিববর্ষ’ ও আমাদের মহান স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী’ স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত মিজানুর রহমান।
দূতাবাস মিলনায়তনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বের শুরুতেই উপস্থিত সকলের উদ্দেশে স্বাধীনতার ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ভিডিও বার্তা প্রদর্শন করা হয়। এরপর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেওয়া বাণী উপস্থাপন করা হয়।
আলোচনা পর্বে ওমানস্থ বাংলাদেশ আওয়ামী লিগ, বাংলাদেশ সোশ্যাল ক্লাব, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন। উপস্থিত বক্তারা ১৯৪৭ সাল থেকে শুরু করে ১৯৭১ সালের ২৬ মার্চ পর্যন্ত বাঙালি জাতির জীবনে ঘটে যাওয়া নির্যাতন-নিপীড়নের মধ্যে থেকে একটা জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করতে আমাদের জাতির পিতার নেতৃত্বের দৃঢ় প্রত্যয়ের কথা স্মরণ করেন।
আলোচনা সভার শেষাংশে রাষ্ট্রদূত মিজানুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৬ মার্চ আমাদের বাঙালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় দিন। কারণ এদিন থেকেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীনতা অর্জনের ডাক দিতে গিয়ে আমাদের জাতির পিতা নিশ্চিত মৃত্যুর পথ বেছে নিয়েছিলেন। নিজের জীবনের বিনিময়ে হলেও এ “সোনার বাংলা” গড়ে দিতে, বাঙালি জাতিকে একটা স্বাধীন পতাকা দিতে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি আরও উল্লেখ করেন যে, তার ডাকেই এদেশের ৩০ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধারা আমাদের উপহার দিয়েছেন একটা ভূখণ্ড, একটা পতাকা, একটা মানচিত্র। স্বাধীনতার ৫০ বছর পূর্তির “সুবর্ণজয়ন্তী” এর মাহেন্দ্রক্ষণে তিনি স্মরণ করিয়ে দেন জাতির পিতার যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি সম্ভাবনার দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বিভিন্ন সূচকে অন্যদের পেছনে ফেলে আজ আমরা উদাহরণ হিসেবে নিজেদের দাঁড় করাতে পেরেছি।
প্রসঙ্গত, সালতানাত অব ওমানের মহামহিমাময় সুলতান হাইতাম বিন তারিক বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর কাছে প্রেরিত এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই