বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কারের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে নানা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশন যথাযথ মর্যাদায় ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কারের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
এ উপলক্ষে মিশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে হাই কমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে মিশনের কর্মকর্তা-কর্মচারীরা পুষ্পাঞ্জলি শ্রদ্ধা নিবেদন করেন এবং মিশন চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনায় সভায় হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা রেখে বিশ্বনন্দিত নেতায় আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু। যে কারণে সারা বিশ্ব আজ তাকে গর্বের সঙ্গে স্মরণ করছে। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা।
পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল আলোচনায়ও অংশ নেয় দিল্লি হাই কমিশন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন