বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে অস্ট্রেলিয়া বিএনপির উদযাপন কমিটি গঠন করেছে কেন্দ্রীয় কমিটি। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে দেশে ও প্রবাসে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠনের অংশ হিসেবে এই কমিটি গঠন করা হয়।
এতে মো. দেলওয়ার হোসেনকে প্রধান উপদেষ্টা, মনিরুল হক জর্জকে আহ্বায়ক, মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফকে সিনিয়র যুগ্ম আহ্ববায়ক এবং মোহাম্মদ রাশেদুল হককে সদস্য সচিব করে ২৫৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কেন্দ্রীয় উদযাপন কমিটির আহ্বায়ক ড. খন্দকার মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এই ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/এমআই