বাহরাইনে করোনার দ্বিতীয় ধাপে দিন দিন সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় ফের দুই সপ্তাহের জন্য আংশিক লকডাউন ঘোষণা করা হয়।
বুধবার দেশটির প্রতিরক্ষা (বিডিএফ) হাসপাতালে করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে গঠিত জাতীয় টাস্কফোর্স এক সম্মেলনে এ ঘোষণা দেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় সময় ১২ টা থেকে শুরু করে বৃহস্পতিবার (১০ জুন) দিবাগত রাত স্থানীয় সময় ১২টা পর্যন্ত এটি কার্যকর থাকবে। এতে বন্ধ থাকবে বেসরকারি জিম, ক্রীড়া সুবিধা, সুইমিংপুল, সৈকত, বিনোদন অঞ্চল, ক্রীড়া ইভেন্ট ভক্তদের উপস্থিতি, বাড়ির অনুষ্ঠান ও অনুষ্ঠানে জনসমাগমসহ যে কোন সম্মেলন এবং অনুষ্ঠান, মল, খুচরা দোকান, ক্যাফে ও সমস্ত রেস্তোরাঁ গুলি বন্ধ থাকলেও পরিসেবা গুলি কেবল গ্রহণ ও সরবরাহের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
এছাড়া সব সিনেমা হল, সেলুন, হেয়ার ড্রেসার, স্পা ও স্কুল বন্ধ থাকবে। তবে স্কুলের পড়াশোনা বাড়ি থেকে চলবে। আর লকডাউনের আওতামুক্ত থাকবে সুপার মার্কেট সমূহ, ফলমূল, শাকসবজি, টাটকা মাছ, কসাই, বেকারি, পেট্রোল স্টেশন এবং প্রাকৃতিক গ্যাস ভরাট দোকান, বেসরকারী হাসপাতাল গুলি, এন আর এইচ এ যোগাযোগ বিষয়ক ফার্মেসি, টেলিযোগাযোগ দোকান (ব্যাটেলকো, জেইন ও এস টি সি) ব্যাংক ও মানি এক্সচেঞ্জ, এটি এম বুথ, বেসরকারি সংস্থা এবং অফিস, আমদানি, রপ্তানি, এবং বিতরণ ব্যাবসা, নির্মাণ ও রক্ষণাবেক্ষণ খাত কারখানা গুলি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন