‘প্রবাসীরা হলেন রেমিটেন্স যোদ্ধা। করোনা মহামারিতেও বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলার পেয়েছে প্রবাসীদের কাছে থেকে। এরফলে বাংলাদেশ আরো অনেক দেশের মত নাজুক পরিস্থিতিতে নিপতিত হয়নি। বরং অর্থনৈতিক ইমার্জিং টাইগারে পরিণত হয়েছে। এ জন্য বাংলাদেশ সরকারসহ সমগ্র জনগোষ্ঠি সবসময় প্রবাসীদের জন্যে দোয়া করছেন যাতে আপনারা আরও বেশি সমৃদ্ধি পান, আরও সুখ-শান্তিতে দিনাতিপাত করতে পারেন। আপনারা ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকে। আমরা সব সময় আপনাদের স্যালুট জানাই’।
এমন অভিমত পোষণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
নিজ নির্বাচনী এলাকা তথা চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসীদের এক মনোজ্ঞ বনভোজনে ১০ জুলাই প্রবীণ এই রাজনীতিক আরো বলেন, প্রবাস বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের বিনিয়োগের নয়াদিগন্তের সূচনা ঘটিয়েছেন ১০১টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে। প্রবাসের অভিজ্ঞতায় নিজ এলাকায় ছোট-বড়-মাঝারি শিল্প কারখানা স্থাপনের সুযোগ রয়েছে এসব বাণিজ্যিক অঞ্চলে। সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে বিশেষ সুযোগ-সুবিধা ও সহযোগিতা। আমলাতান্ত্রিক জটিলতার অবসানেও অবলম্বন করা হয়েছে মনিটরিংয়ের ব্যবস্থা।
‘মিরসরাই সমিতি’র এ বনভোজন অনুষ্ঠিত হয় লং আইল্যান্ডের সানকেন মেডোজ পার্কের মনোরম পরিবেশে।
এ সময় অনুষ্ঠানে অতিথিগণের মাঝে ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের সেক্রেটারি ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া, কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের-সহ বিশিষ্টজনেরা।
আয়োজক সংগঠনের সভাপতি আমজাদ হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ভূইয়া (মিল্টন)’র সার্বিক সমন্বয়ে বিপুলসংখ্যক শিশু-নারী-পুরুষের এ আয়োজনের জন্যে গঠিত সাব-কমিটির আহ্বায়ক ও সদস্য-সচিব ছিলেন যথাক্রমে আসিফুর রহমান এবং অধ্যাপক ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক আশরাব আলী খান লিটন ও সাইফুদ্দিন ভূইয়া, যুগ্ম সদস্য-সচিব আরিফুল হাসান এবং বেলাল আহমেদ, সমন্বয়কারি ডা. রেজাউল করিম শামিমের সাথে তৎপর ছিলেন একদল নিবেদিতপ্রাণ সংগঠক।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন