১৫ সেপ্টেম্বর, ২০২১ ০৯:১৯

ট্রেক্সাসে ৩৫তম ফোবানার ফান্ড রেইজ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

ট্রেক্সাসে ৩৫তম ফোবানার ফান্ড রেইজ

আসছে থ্যাঙ্কস গীভিং উইকেন্ডে (নভেম্বরের শেষ সপ্তাহ) ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত হবে ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা)’র তিনদিনব্যাপী ৩৫ তম বাংলাদেশ সম্মেলন, যাকে ফোবানা সম্মেলন বলা হয়ে থাকে। এই সম্মেলনের বিরাট বাজেট সংগ্রহের জন্য হোস্ট কমিটি গত রবিবার টেক্সাস স্টেটের ডালাসে ‘ফোবানা মিট এন্ড গ্রিট ফান্ড রেইজিং’য়ের আয়োজন করেছিল। কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানার সাবেক চেয়ারম্যান হাসমত মোবিন। 

এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যন নুরল আমিন চৌধুরী, ৩৫ তম ফোবানার হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল এবং ফোবানার আইকন রায়হান চৌধুরী। অতিথি হিসাবে আরও ছিলেন হোষ্ট কমিটির কো-কনভেনর সৈয়দ এম হোসাইন বাবু, মহিন উদ্দিন দুলাল, যুগ্ম সদস্য-সচিব  লতিফুর রেজা তুষার, আয়োজক সংগঠনের রিসিপসন কমিটির চেয়ারপারসন জেবা রাসেল, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন দেওয়ান জমির, ভাইস প্রেসিডেন্ট রুবেল, লায়ন্স ক্লাব সেক্রেটারি রানা ওয়াদুদ, এ ওয়ান ট্রাভেল্স প্রেসিডেন্ট শাহীন, কমিউনিটি লিডার রহিম নেহাল সিআইপি, জিয়া, টম ইমাম, মিষ্টি ইমাম, ফরহাদ হোসাইন, রোজী হোসাইন, সাগর মল্লিক, উর্মি প্রমুখ। হিউষ্টন সিটি থেকে যোগ দিয়েছিলেন কমিউনিটি লিডার  বরকত, পরাগ, নাদিম ভুঁইয়া অপু, কারনি, আনিস ও ডালাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মালিহা সুমনা। এ অনুষ্ঠানে ফোবানা সম্মেলনের জন্য প্রায় ৫০ হাজার ডলারের কমিটমেন্ট পাওয়া গেছে বলে নিউইয়র্কে ফিরে ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান। 

উল্লেখ্য, এর আগে ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলেস এবং নিউইয়র্কেও তহবিল সংগ্রহের অনুষ্ঠান হয়েছে। আর এভাবেই উত্তর আমেরিকার প্রবাসীদের আমব্রেলা সংগঠন হিসেবে ‘ফোবানা’ নবউদ্যমে আবির্ভূত হচ্ছে বলেও জাকারিয়া মন্তব্য করেন। তিনি এ সংবাদদাতাকে বলেন, প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটানোর পাশাপাশি আমরা চেষ্টা করছি মূলধারার রাজনীতির সাথেও জড়িয়ে পড়ার। এভাবেই আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম হবে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর