২৩ অক্টোবর, ২০২১ ১৮:১৩

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সুইজারল্যান্ডে মানববন্ধন

সুইজারল্যান্ড প্রতিনিধি :

সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে সুইজারল্যান্ডে মানববন্ধন

সাম্প্রতিক সময়ে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় দেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে গ্লোবাল বাংলা হিন্দু কোয়ালিশন বাংলাদেশ মাইনরিটি অ্যালায়েন্স। একইসঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মিশনে বিশেষ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরের সামনে এই মানববন্ধনে অংশ নেন প্রবাসীরা। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও সমাজসেবক অরুণজ্যোতি বড়ুয়া, দেব নাথ, সুমন চাকমা, রিমি বড়ুয়া, দিলীপ ধর, লিমা বড়ুয়া, সুনীল চ্যাটার্জী, পলাশ বড়ুয়া ও সসীম বড়ুয়াসহ আরো অনেকে।

বক্তারা বলেন, মহান মুক্তিসংগ্রামের মাধ্যমে অর্জিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান কোনভাবেই কাম্য নয়। অবিলম্বে হিন্দুদের উপর হামলার পরিকল্পনাকারীসহ চিহ্নিত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার করতে হবে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর