প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বিজনেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে অনুষ্ঠানের সব আয়োজন সম্পূর্ণ করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিল।
কাতারের রাজধানী দোহা ওল্ড গানম ম্যাজিস্ট্রেট হোটেলের হলরুমে অনুষ্ঠিত এই সম্মেলনটি গালফ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে করা হয়েছে।
বাণিজ্য সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মূলত ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এ কনফারেন্স আয়োজিত হচ্ছে। গালফ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় খুশি কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।
গালফ বিজনেস কনফারেন্সের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একত্রিত করে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন বলে জানান আয়োজকরা। এ কনফারেন্সে কাতার ও গালফের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় ২০০ জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী অংশ নেবেন।
বিডি প্রতিদিন/আবু জাফর