৭ নভেম্বর পালনের নানা কর্মসূচি নিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে সেদিন সন্ধ্যায় আলোচনা সভা করবে অধ্যাপক দেলোয়ার-আকতার হোসেন বাদলের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি।
অপরদিকে, কাবাব এ্যান্ড কিং রেস্টুরেন্টে আলোচনা সভা করবে গিয়াস আহমেদ-বাবুলের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি।
জিল্লু-মিল্টনের নেতৃত্বাধীন অংশের অনুষ্ঠান হবে কুইন্স প্যালেসে প্রায় একই সময়ে। এ উপলক্ষে সকলেরই প্রস্তুতি চলছে। নিজ নিজ কর্মসূচিকে সফল করতে প্রচারণায়ও ঘাটতি নেই। কোন কোন কর্মসূচিতে কেন্দ্রীয় নেতারাও বক্তব্য দেবেন বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন