১৪ জানুয়ারি, ২০২২ ২২:২২

কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রবাসীদের সংবর্ধনা

কূটনৈতিক প্রতিবেদক

কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রবাসীদের সংবর্ধনা

নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল হাইকে সংবর্ধনা দিয়েছে কম্বোডিয়াতে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটি। আজ শুক্রবার বিকালে স্থানীয় হোটেল সানওয়ে-তে এই অনাড়ম্বর সংবর্ধনা জানানো হয়। রাষ্ট্রদূত হাই একইসাথে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার দায়িত্ব পালন করবেন। 

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশ কমিউনিটি কম্বোডিয়াতে একটি পুর্ণাঙ্গ দূতাবাস খোলার দাবি জানিয়েছেন। পাশাপাশি কোন বাংলাদেশি কম্বোডিয়াতে মারা গেলে তার মরদেহ সহজ উপায়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। 

সংবর্ধনায় বিভিন্ন ধরনের বিনিয়োগে এবং বিদেশি মুদ্রা দেশে পাঠানোর বিষয়ে কথা হয়। রাষ্ট্রদূত এসময় কম্বোডিয়াতে অবস্থানরত সব বাংলাদেশিকে দূতাবাসের সেবার আওতায় আনার প্রতিশ্রুতি দেন। এর আগে রাষ্ট্রদূত কম্বোডিয়ার রাজা নরাদম সিহা মুনির কাছে পরিচিতপত্র পেশ করেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর