কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের শুরুতেই দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দূতালয় প্রধান মাহবুর রহমান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শোনান দূতাবাসের কাউন্সিলরা। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে মাতৃভাষা ‘বাংলা’-এর মর্যাদা রক্ষায় যেসব ভাষা শহীদ প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ