সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সীমিত সংখ্যক সদস্যদের উপস্থিতিতে রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
পরবর্তীতে রাষ্ট্রদূত দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে নিয়ে দূতাবাসের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
সিঙ্গাপুরে সরকারের বিধিনিষেধ মান্য করে সমিতি পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-২০২২ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন।
সিঙ্গাপুরে বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/ফারজানা