বেলজিয়ামে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানী ব্রাসেলসের ইক্সেল কমিনিউনিটির অস্থায়ী শহীদ বেদীতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করে এসোসিয়েশন অফ বাংলাদেশি স্টুডেন্টস ইন বেলজিয়াম।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেদীর পাদদেশে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালেহ আহমেদ। এসময় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বাংলাদেশআওয়ামীলীগ বেলজিয়াম শাখার সভাপতি শহিদুল হক, প্রচার সম্পাদক, আকতারুজ্জামান, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনেরনেতৃবৃন্দসহ কমিউনিটির গন্যমান্য ব্যাক্তিগন। রাষ্ট্রদূত তার বক্তব্যে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘একুশ মানে মাথানত না করা, একুশ মানে প্রতিবাদ করা। একুশ মানে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। ভাষা আন্দোলন হয়েছিল বলেই আমরা আজ বাংলায় কথা বলতে পারছি।’
বিডি প্রতিদিন/নাজমুল