ধর্মপ্রাণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। ঈদুল ফিতর যতই এগিয়ে আসছে জমজমাট হয়ে উঠছে ফ্রান্সের প্যারিসের বাংলাদেশি কাপড় দোকানগুলো।
গত কয়েক বছরে প্রবাসীদের উদ্যোগে প্যারিস ও আশেপাশের শহরগুলোতে রিভোলী ষ্টোর, বিডিবস,আর্টিস্ট আন্ট,সাথী ফ্যাশন সহ বেশ কয়েকটি কাপড়ের দোকান গড়ে উঠেছে। করোনা মহামারির কারনে গত ২ বছর প্রায় বিকিকিনি বন্ধ থাকলেও এবার ঈদকে ঘিরে ইতিমধ্যে বেশ ভালো সাড়া পাচ্ছেন বলে ব্যবসায়ীরা।
এসব দোকানগুলোতে স্থানীয়দের পাশাপাশি প্রিয়জনদের জন্য প্রবাসী বাংলাদেশিরাও কেনাকাটা করছেন। প্যারিসের বাংলাদেশি দোকানগুলোতে ঘুরে দেখা গেছে ক্রেতাদের পছন্দমত বাহারী রকমের পাঞ্জাবী, পায়জামা, শার্ট, প্যান্ট, শাড়ি, থ্রিপিস, ওড়না, সেলোয়ার, জুতা দিয়ে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। ক্রেতারা দেখে শুনে এখান থেকে পছন্দসই পোশাক কিনে খুশি মনে বাড়ি ফিরছেন। বিদেশে থেকেও পছন্দের দেশীয় পোশাক কিনতে পেরে খুশি প্রবাসীরা।
প্যারিসের অদুরে সারসেলে বাংলাদেশি মালিকানাধীন ছেলেদের সবচেয়ে বড় কাপড়ের দোকান বিডি বস। গত ২ বছর আগে যাএা শুরু হওয়া প্রায় ৫০০ স্কয়ার মিটারে সুপরিসর এ দোকানে ছেলেদের কালারফুল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট, কুটি, কাবলি পাঞ্জাবির বিশাল কালেকশান থাকায় ঈদকে ঘিরে এখানে তরুণদের ভিড় দেখা গেছে।
দোকানের মালিক আইয়ুব হাসান জানিয়েছেন সাধারণত রাত ৮টা অবধি দোকান খোলা থাকলেও ক্রেতাদের চাহিদা বিবেচনায় আমরা ঈদের আগের দিন পর্যন্ত ১০টা অবধি দোকান খোলা রাখবো।
দেশীয় আমেজের পোষাক পেতে হাতেগোনা এ কয়েকটি দোকানই ভরসা হওয়ায় ঘুরেফিরে এসব দোকান থেকে ক্রেতাদের কাপড় কিনতে দেখা গেছে। তবে দোকানের পাশাপাশি প্রবাসীরা ইউরোশিয়া মার্ট, রোজভ্যালি, স্বদেশী, স্প্রিং সিরিনিটি, প্যারিসফ্যাশন কর্নার, আর বি লাইফ স্টাইল, বাংলার ললনা, স্মার্ট ফ্যাশনসহ বেশ কয়েকটি অনলাইনে শপিং চালু করেছে।
ফেসবুক লাইভসহ অনলাইনে এসব প্রতিষ্ঠানগুলো তাদের ঈদের বাহারি কালেকশানের প্রচার প্রচারণা চালাচ্ছেন। হোমডেলিভারি থাকার কারনে ব্যস্ত প্রবাসীরা ও তাঁদের পরিবার এসব অনলাইন থেকে দেখে শুনে কাপড় কিনছেন এবং বেশ ভালোসাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন অনলাইন ব্যবসায়ীরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ