আসন্ন পবিত্র ইদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশী সংগঠন বিডি হাব সিডনি আগামীকাল ১ মে (রবিবার) ক্যাম্বেলটাউনস্থ মিন্টু ইনডোর স্পোর্টস সেন্টারে বৃহৎ চাঁদ রাত মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
আয়োজক কমিটির পক্ষে বিডি হাব সিডনির সভাপতি আবুল সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল খান রতন আজ সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন।
আয়োজক কমিটির পক্ষে মো. নজরুল ইসলাম জানান, এই মেলায় থাকছে ১০০ টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদি ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য ফেস পেইন্টিং ও বড়দের জন্য সাংস্কৃতিক পরিবেশনাসহ বিনোদনের হরেক ব্যবস্থা।
তারা আরও জানান জানান, মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। মিন্টু রেল স্টেশন লাগোয়া মিন্টু ইনডোর স্পোর্টস সেন্টারের পার্কিং ছাড়াও আশেপাশে প্রায় হাজার খানেক গাড়ি পার্কিং রয়েছে। এই চাঁদ রাত মেলা চলবে সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
আয়োজক কমিটি স্ব পরিবারে ও স্ব বান্ধবে এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার আমন্ত্রণ জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল