দু’বছর পর ঈদের মার্কেটে ভিড় পরিলক্ষিত হলো নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে। টুপি, পাঞ্জাবি, লেহেঙ্গা থেকে সেলোয়ার-কামিজ, শাড়ি-সবগুলোরই বিক্রির হিড়িক পড়ে গেছে। ঈদ মার্কেটিংয়ের এই পরিধি বিস্তৃত হয় ব্রঙ্কসের পার্কচেস্টার, জ্যামাইকা, ওজনপার্ক থেকে নিউকার্ক পর্যন্ত।
উল্লেখ্য, সোমবার ঈদ উদযাপন করার কর্মসূচি ঘোষণা করেছে অধিকাংশ মসজিদ। সামান্যসংখ্যক মসজিদে ঈদ উযাপিত হচ্ছে রবিবার। কাউন্সিল অন আমেরিকান মুসলিম সোসাইটি এবং কম্যুনিটিভিত্তিক মসজিদ সম্প্রদায়ের সূত্র অনুযায়ী এবারও যুক্তরাষ্ট্রের ৩ হাজারের অধিক মসজিদের ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
নিউইয়র্ক অঞ্চলে বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। এজন্যে বেশ কটি খোলামাঠে ঈদ জামাতের আয়োজন থমকে দাঁড়িয়েছে। বিকল্প হিসেবে সে সব মসজিদে একাধিক ঈদ জামাত হবে বলে সর্বশেষ সংবাদে জানা গেছে।
শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে অলি-গলিতে হুমড়ি খেয়ে পড়েছিলেন ক্রেতা-সাধারণ। শেষ সময়ের এই ব্যস্ততায় দোকানিরাও সন্তুষ্ট। উল্লেখ্য, দীর্ঘদিন পর এবার জ্যাকসন হাইটসে বাংলাদেশী বাণিজ্যিক পল্লীতে ‘ঈদ মুবারক’ লেখা আলোকসজ্জা করা হয়েছে। লেখা হয়েছে ‘স্বাগতম-জ্যাকসন হাইটস’। আলোর ঝলকানিতে তরুণীরা মেতে উঠেছেন মেহেদী রাঙাতে। এ এক বাড়তি আয় স্কুল-কলেজগামী তরুণীদের জন্যে। ঈদ-আনন্দে মেতে উঠতে আগ্রহী কর্মব্যস্ত গৃহিনীরাও লুফে নিচ্ছেন এ সুযোগ।
বিডি প্রতিদিন/হিমেল