এবারও অস্ট্রেলিয়ার সিডনিতে দুই দিনব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হবে। সিডনিসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে আজ (রবিবার) জিলহজ্জ মাসের চাঁদ দেখা না যাওয়ায় ‘মুন সাইটিং অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে আগামী ৩ মে মঙ্গলবার ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল’ আগামীকাল সোমবার ২ মে (সোমবার) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে।
সিডনিতে ঈদের নামাজ স্থানীয় মসজিদ খোলা মাঠ, কমিউনিটি হল ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিডি প্রতিদিন/হিমেল