নিউইয়র্কে মাসব্যাপী ইফতার মাহফিলের সমাপ্তি ঘটলো ১ মে গণমাধ্যম কর্মীদের সৌজন্যে ইয়র্ক হোর্ল্ডিং রিয়েল্টি এবং জাকির চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে।
জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে মাহফিলের প্রারম্ভে প্রদত্ত স্বাগত বক্তব্যে জাকির এইচ চৌধুরী বলেন, আমরা যা করছি তা কম্যুনিটি ছাড়িয়ে বাংলাদেশেও বিস্তৃত হচ্ছে সাংবাদিক ভাই-বোনদের বদৌলতে। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই গত বছরের ন্যায় এবারও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আমি অভিভূত যে সকলেই সাড়া দিয়েছেন। সে তাগিদে সকলের প্রতি অনুরোধ মানবতার কল্যাণে যারা কাজ করছি তাদেরকে উৎসাহিত করে যাবেন। কোন কিছু অসামঞ্জস্য মনে হলে অবশ্যই গঠনমূলক সমালোচনা এবং সংশোধনের পরামর্শ দেবেন।
আমানত হোসেন আমানের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন কম্যুনিটি লিডার মাজেদা এ উদ্দিন, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।
শুরুতে বছরে যে কদিন রোজা রাখার অনুমতি সেসব দিনের আলোকে নিজের লেখা একটি কবিতা পাঠ করেন সালেম সুলেরী। মঞ্চে অতিথি হিসেবে আরো উপবেশন করেন বিএনপি নেতা জসীম ভূইয়া, পারভেজ সাজ্জাদ। মাওলানা আবুল কালাম আজাদ কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সকলে ইফতার গ্রহণ করেন। উল্লেখ্য, সমাজকর্মী জাকির এইচ চৌধুরী যুক্তরাষ্ট্র যুবদলেরও সভাপতি। এজন্যে দলীয় বেশ কিছু নেতাও ছিলেন মাহফিলে।
উল্লেখ্য, রোজার ৩০ দিনে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব্সহ নিউইয়র্ক সিটির বিভিন্ন সংগঠন কর্তৃক অন্তত তিন শতাধিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর বাইরে বড় ও মাঝারি ধরণের ২০টি মসজিদে প্রতিদিন মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন