কুয়েত ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ ডি ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। প্রবাসী বাংলাদেশিদের দলটির নাম ছিল ওসমানী ক্রিকেট ক্লাব।
গতকাল বৃহস্পতিবার ফাইনাল খেলায় কুয়েতে ভারতীয় প্রবাসীদের দল ‘সিজেন চ্যালেঞ্জার’ ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপে ১৭ ওভারে ৮৫ রানে গুটিয়ে যায় ভারত।
ছোট টার্গেটে খেলতে নেমে বাংলাদেশিদের দল ওসমানী ক্রিকেট ক্লাব ১৭ ওভার ১ বলেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়, চ্যাম্পিয়ন হয়ে শিরোপা নিজেদের ঘরে তোলে।
খেলায় ম্যাচ সেরার মুকুট অর্জন করেছেন বাংলাদেশের মোহাম্মদ নাহিদ।
বিডি প্রতিদিন/নাজমুল