জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫-এর ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ অন্যান্যদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ম্যানচেস্টারে অবস্থিত শাহ জালাল মসজিদ এবং ইসলামিক সেন্টারে বাদ জুমা বাংলাদেশ সহকারী হাইকমিশন, ম্যানচেস্টার কর্তৃক এই দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের শাহাদাতবরণকারী সদস্যরা এবং অন্যান্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
বিডি প্রতিদিন/এমআই