মালদ্বীপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উদ্যোগে ২৬ আগষ্ট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টায় মালদ্বীপের রাজধানী মালেতে সি বিল্ডিং এর হলরুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে ৭৫’র ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মাদবর। দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম রিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
আলোচনা ও শোক সভার শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অনুষ্ঠানে আগত সকল অতিথি এবং আওয়ামী নেতারা। তারপর শোক সভায় প্রবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকল শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন ও ফাতেহা পাঠ করা হয়।
শোক সভা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের হাইকমিশনারের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভুইয়া এবং মালদ্বীপ শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভিউ কনস্ট্রাকশন প্রা. লি. এর চেয়ারম্যান মোহাম্মদ দুলাল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মালদ্বীপ শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মজিবুর রহমান, সহ সভাপতি শাহজালাল সিকদার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আনিস, সহ অর্থ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি হাজি সাদেক, সহ সভাপতি মনির হোসেন, মো. ফাইজুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক এম কে আর কামাল হোসেন, উপ দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, এন বি এল মানি ট্রান্সফার (মালদ্বীপ) প্রা. লি. লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও সিইও মো. মাসুদুর রহমান, মালদ্বীপস্ত হাইকমিশনের প্রশাসনিক কমকর্তা আব্দুস সালাম, কন্সুলার সহকারী ময়নাল হোসেন, মো. ইবাদ উল্লাহ ও কল্যাণ সহকারী জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী বাংকের মালদ্বীপ প্রতিনিধি মাসুম বিল্লাহ, মালদ্বীপ প্রবাসী সোশ্যাল এর সভাপতি জাকির হোসেন, ব্যাবসায়ী হাদিউল ইসলাম, হুলে মালে থেকে আগত আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মালদ্বীপ শাখা আওয়ামীলীগের অসংখ্য নেতৃবৃন্দসহ অনেক প্রবাসী বাংলাদেশি।
পরিশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মালদ্বীপ মদিনা জামাতের আহ্বায়ক ও প্রবাসী সাংবাদিক মো. আল আমিন। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/হিমেল