অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল শনিবার গান, নৃত্য ও কবিতা পরিবেশনের মাধ্যমে উদযাপন করা হয়েছে শরৎ সন্ধ্যা। নৃত্যাঞ্জলি ডান্স একাডেমী সিডনির জাতি ধর্ম নির্বিশেষে সব প্রগতিশীল বাঙালিদের মিলনমেলার আয়োজন করে। মিলনমেলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী সাহা।
ড. রতন কুন্ডুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাসভূমি টিভির কর্ণধার আকিদুল ইসলাম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি, ড. সিরাজুল হক, সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. রফিকুল ইসলাম, বিডি হাবের সভাপতি আব্দুল খান রতন, মহিলা আওয়ামী লীগের সভাপতি বিলকিস জাহান ও কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন মারিয়া মুন। সংগীত পরিবেশন করেন মৌসুমী সাহা, মধুমিতা সাহা, মারিয়া মুন, মন্জুশ্রী ভৌমিক, নিলুফা ইয়াসমীন, রাজেশ সাহাসহ অন্যান্য শিল্পী। নৃত্য পরিবেশন করেন দিহান, মেধা, তৃষা ও জারা। কবিতা আবৃত্তি করেন নূসরাত জাহান স্মৃতি। বিশেষ নাচে অংশগ্রহণ করেন মৌসুমী সাহা, তাসলিমা হোসেন ও অন্যান্য শিল্পীবৃন্দ।
অনুষ্ঠানে উইমেন্স কাউন্সিল অব অষ্ট্রেলিয়া, বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়া, বাংলাদেশ পূজা এসোসিয়েশন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একাডেমির কর্ণধার মৌসুমী সাহা জানান, তারা সিডনির শুদ্ধ ধারার সবাইকে নিয়ে দীর্ঘ দেড়যুগ ধরে বিভিন্ন আয়োজন করে আসছেন।
শরৎ উৎসবের বিশেষ আকর্ষণ ছিলো চিতই, পাটিসাপটা, নারকেলী পুলি, অমৃত চিতই, পোয়া পিঠাসহ হরেক রকম পিঠা। সাথে ছিলো শুটকি ভর্তা, চটপটি, চাটনি ও তন্দুরী চিকেন। অনুষ্ঠান শেষে আগত অতিথিদের হাঁসের মাংস, মুরগী ভুনা, মূলার সবজি, সিম ভাজি, চিংড়ি চচ্চড়ি, লাউ-চিংড়ি, পাঁচ মিশালী সবজি, আমের টক ডাল, নারকেলের মালাই, আমের চাটনিসহ হরেক রকম মিষ্টান্ন।
অনুষ্ঠান শেষে রাজেশ ও মৌসুমী সাহা সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা