যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ৩১ আগস্ট থেকে চার সেপ্টেম্বর পর্যন্ত ‘গনেশ চতুর্থী উৎসব’ - এর আয়োজন করা হয়েছে। উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন প্রভাবশালী মার্কিন কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ। কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ উৎসবে উপস্থিত সুধীবৃন্দের সাথে মতবিনিময় করেন।
সার্ফ স্টেডিয়ামের সামনে বেদের ফিল্ডের মুক্তাঙ্গনে আয়োজিত গনেশ উৎসবে অংশ নিয়ে জেফ ভ্যান ড্রিউ বলেন, ‘প্রতিটি ধর্মের মর্মকথা শুদ্ধাচারী জীবনাচরণ এবং শান্তিই হচ্ছে মূলবাণী। আমরা যদি সত্য, সুন্দর, কল্যাণ, সাম্য, মৈত্রী ও সম্প্রীতির পূজারী হতে পারি, তাহলে মানবতার জয়গানে পৃথিবী মুখরিত হবে এবং জগৎ সংসার থেকে সব কালিমা মুছে যাবে। মানবতার কল্যাণ সাধন করাই সব মানুষের ব্রত হওয়া উচিত। ধর্মের মর্মবাণীকে হৃদয়ে লালন করে ইহকালীন ও পরকালীন কল্যাণের নিমিত্তে মানবকল্যাণে আত্মনিয়োগ করাই সব মানুষের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত’।
উল্লেখ্য, আটলান্টিক সিটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত পাঁচদিন ব্যাপী গনেশ উৎসবে নিউ জার্সি রাজ্যের এ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যান প্রার্থী টিম আলেকজান্দার, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক সিটির ভারপ্রাপ্ত পুলিশ প্রধান জেমস সারকোস, কমিশনার পদ প্রার্থী রেহমান হাবিব, নিউ জার্সির গভর্নর অফিসের প্রতিনিধি আলেকজান্দার কারটসকি ও রাজপাল ভাট, সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, কাউনসিলম্যান কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কারটজ, গ্যালাওয়ে টাউনশিপের কাউন্সিলম্যান মো. ওমর, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বিএএসজের ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি শহীদ খানসহ বিভিন্ন কমিউনিটির গণমান্য ব্যক্তিবর্গ যোগ দেন।
উৎসবের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে রয়েছে গণেশ পূজা, আরতি, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, সম্মাননা স্মারক প্রদান, সংগীত রজনী, প্রসাদ বিতরণ, গর্বা ও ডান্ডিয়া অনুষ্ঠান, ট্যালেন্ট শো, রং খেলা, ঘুড়ি উড়ানো, কোভিড পরীক্ষা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রম ইত্যাদি।
বিডি প্রতিদিন/ফারজানা