আগামী ১৫ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে প্রথমবারের মতো ক্রিকেটার্স মিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সুপার লিগের বর্ষপূরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রবাসে বাংলাদেশের সেরা ক্রিকেটার, বিভিন্ন টুর্নামেন্টের আয়োজকবৃন্দ, মূলধারার ক্রিকেটপ্রেমী রাজনীতিবিদগণ ও মিডিয়ার সম্মানিত ব্যক্তিত্বরা।
বাংলাদেশ সুপার লিগের আয়োজনে প্রবাসী ক্রিকেটারদের নিয়ে এই মাপের অনুষ্ঠান এবারই প্রথম। অনুষ্ঠানে সহযোগিতা করছে ওরিজিন ক্রিকেট, সিডনি চ্যাম্পিয়ন ট্রফি, স্কোয়াড বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সম্মানজনক সংগঠন ব্রান্ডিং বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ফারজানা