আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে ব্রিটেনে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদারীপুর জেলাবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের স্থানীয় একটি কমিউনিটি হলে এক সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে আ ফ ম বাহাউদ্দিন নাছিম পারিবারিক সফরে ব্রিটেনে যান।
মাদারীপুর কমিউনিটি ব্যক্তিত্ব ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং কবির উদ্দিন আহাম্মেদ ও হাজী শাহ্ আলমের যৌথ উপস্থাপনায় মাদারীপুর জেলাবাসী তাদের প্রিয় নেতাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
এরপর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং বিমান বন্দরে হয়রানির কথা তুলে ধরেন প্রবাসী বক্তারা। এরপর যতটুকু সম্ভব প্রবাসীদের দেশে যাওয়ার সময় বিমান বন্দরে যাতে হয়রানির স্বীকার না হন তা দেখবেন বলে আশ্বাস দেন বাহাউদ্দিন নাছিম।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন চৌধুরী হফিজুর রহমান, হাবিবুর রহমান হাওলাদার, হাবিবুর রায়হান, নুরুজ্জামান খান, সাহদাত হোসেন, সাঈদ জামান সম্রাট, সাহিন মোল্লা, সৈয়দ জামাল, মিজানুর রহমান বিপ্লব, আসাদ হাওলাদার, ফরহাদ খালাশী, টিপু সুলতান, বাবুল আকন্দ, আজাদ মোল্লা, আউয়াল হাওলাদার, নাছির আহাম্মেদ, মশিউর রহমান, জাহান্দার শরীফ, জিয়াউর রহমান, খলিলুর রহমান, নাসির সিকদার, হেলাল হাওলাদার, সাঈদুর রহমান, মাসুদ খান, রাকিব সরদার, লাভলু ফকির, রিপন মিনা, দেলোয়ার হোসেন, ফারুক, রহিম সরদার, মোকলেসুর রহমান, মনির শরিফ, মিলন মোল্লা, আলমগীর খান, অনিক হাওলাদার ও আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুল হক ফারুক ও যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
বিডি প্রতিদিন/আবু জাফর