সিঙ্গাপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুরের আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ এমপি, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা, বাংলা স্কুলের শিক্ষার্থীরা এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা।
মিশনের অনুষ্ঠানে শেখ রাসেল দিবসের উদযাপনে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম, এনডিসি তার স্বাগত বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের আত্মত্যাগকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শিত হয়। সুধীজনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তোফায়েল আহমেদ তার বক্তব্যে শেখ রাসেলের সাথে কাটানো বিভিন্ন স্মৃতি স্মরণ করেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব থাকায় তিনি শেখ রাসেলকে খুব কাছ থেকে দেখেছেন। শেখ রাসেলের সহজ সরল আবেগের বহিঃপ্রকাশ বর্ণনা করেন। তিনি আরো বলেন, শেখ রাসেল ছিলেন মেধাবী ও অত্যন্ত বিনয়ী। বঙ্গবন্ধু পরিবারের অনেক আদরের সন্তানকে খুনিরা হত্যা করলেও শেখ রাসেলের স্মৃতিকে মুছে ফেলতে পারবে না।
আলোচনায় বক্তারা শেখ রাসেলের সম্ভাবনাময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করেন। একটি সম্ভাবনাময় জীবনের নৃশংস ও অকাল পরিসমাপ্তির গল্প বলতে গিয়ে বক্তারা আবেগ তাড়িত হয়ে পড়েন।
বিডি প্রতিদিন/এমআই