ইউরোপের দেশ বেলজিয়ামে বৃহত্তর সিলেট জালালাবাদ সমাজকল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রবিবার রাজধানী ব্রাসেলসের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল আহমেদ। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন চৌধুরী আবুল কালাম আজাদ ও সিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেক হারুন রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য আলী সানোয়ার সিদ্দিক।
বক্তারা, বৃহত্তর সিলেটবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরজ আলী, সৈয়দ আশিক আলী ও সৈয়দ নূর আলীসহ দেশটিতে বসবাসরত সিলেট প্রবাসীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম