কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানী দোহার স্থানীয় একটি হল রুমে বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা এম এ বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক আবুল বাশার মাস্টার, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক ই এম আকাশ, অর্থ সম্পাদক জাফর উল্যাহ,কার্যকরি সদস্য আবু তাহের বিটুসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/কালাম