নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি’র কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ভার্চুয়ালি এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মো. বদিউল আলম।
সভায় প্রধান অতিথি ছিলেন আফ্রিকা, উত্তর- দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, ‘দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সে লক্ষ্যে সকল বরো কমিটি এবং বিভিন্ন উপ-কমিটি গঠন করতে হবে’।
অংশগ্রহণকারিরা কমিটির বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। সভায় ছিলেন সিনিয়র যুগ্ম -আহবায়ক মো. সোহরাব হোসেন, যুগ্ন-আহবায়কবৃন্দের মধ্যে এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, খলকুর রহমান, আলমগীর হোসেন মৃধা, জিয়াউল হক মিশন, নাসির উদ্দীন, শাহাদাত হোসেন রাজু, মো. রিপন মিয়া, কামাল উদ্দীন দীপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির, যুগ্ন সদস্য সচিব ছাইদুর খান ডিউক।
সদস্যবৃন্দের মধ্যে বক্তব্য দেন এ্যাডভোকেট আরিফ চৌধুরী, একেএম আজিজুল বারী তিতাশ, কৃষিবিদ মো. সোলায়মান, জামালুর রহমান চৌধুরী, কামাল হোসেন হাওলাদার, আব্দুল মান্নান হোসাইন, সাখাওয়াত আজাদ, তরিকুল ইসলাম প্রিন্স, সুলতান আহমেদ ভূইয়া, জামাল হোসেন, নূর এ আলম, আব্বাস উদ্দীন, ফারদিন রনি, মারুফ আহমেদ, হাসান আহমেদ, মো. হাসান প্রমুখ।
সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন করার লক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/ফারজানা