সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দিপাবলীকে সামনে রেখে ‘আমাদের কথা’ দ্বিতীয় বর্ষপূর্তি পালন করেছে। সারা বিশ্বে বসবাসকারী সনাতন ধর্মসহ সকল ধর্মের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ছিল এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।
আয়োজক কমিটির পক্ষে শুভেচ্ছা বক্তব্যে পূরবী পারমিতা বলেন, দীপাবলি হলো সকলে মিলে আনন্দের উৎসব। মন্দের বিরুদ্ধে ভালোর জয়কে উদযাপন করে আলোকসজ্জার মাধ্যমে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন।
মঞ্জুশ্রী মিতার সঞ্চালনায় অনুষ্ঠানটি শুভ সূচনা হয়। প্রথমেই ছিল এ্যালেন জোসেফের গান “শ্রাবনের মেঘগুলি”।পলিফরহাদের কবিতা আবৃত্তি, শিশু শিল্পী আরিও ও দিহানের সুন্দর দুটি নাচ সবার মন কেড়ে নেয়। এরপর সংগীত পরিবেশ করেন মারিয়া মুন, মধুমিতা সাহা, প্যাট্রিশিয়া মেন্ডিস, চারু প্রমুখ। এই দলে ছিল চারুর কর্ণধার আয়েশা কলি, নামিদ ফারহান ওআব্দুলাহ আল মামুন।
সাঁঝের আলো মিলিয়ে যেতেই উপস্থিত সকলকে নিয়ে দিপাবলীর আলোক প্রজ্জ্বলন করা হয়। প্রদীপ জ্বালান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. সিরাজুল হক, পিএস চুন্নু, ড. রফিকুল ইসলাম, শফিকুল আলম, মোবারক হোসেন, শাহে জামান টিটু, বিলকিসজাহান, মিলি ইসলাম, পলি বাদল, শুভ সাথী, মৌমিতা শর্মী, সঞ্জিতা দেবনাথ, গনেশ দেবনাথ প্রমূখ। মনোজ্ঞ দুটি নাচ পরিবেশন করে কুমকুম ও সুরমিতা সিনহা।
অনুষ্ঠানের সর্বশেষ আকর্ষন ছিল প্রজন্ম ব্যান্ডের পরিবেশনা। প্রজন্ম ব্যান্ডের লাইন আপ ভোকাল এ্যালেন জোসেফ, লীডগিটার কাজী হাসান,একোস্টিক গিটার রোমেল, অক্টপ্যাড তাপস কর।প্রজন্ম ব্যান্ডের স্পেশাল ভোকালিষ্ট হিসাবে ছিলপ্যাট্রেসিয়া ম্যান্ডিস ও মারিয়া মুন। তাদের উদ্দাম গানের সাথে সবাই এক সাথে দল বেঁধে নাচে অংশ নেন। রাতের খাবার পরিবেশনের পর আয়শা ইসলাম তন্নীর বানানো আমাদের কথার জন্মদিনের বিশেষ কেক সবাইকে নিয়ে কাটা হয়।
আমাদের কথার খাবার, মঞ্চ সজ্জা ও ফটো কর্নারের বিশেষ দায়িত্বে ছিলেন মঞ্জুশ্রী মিতা, আব্দুল্লাহ আল মামুন, মইনুল ইসলামসুমন, ক্ল্যারী মেন্ডিস, আয়শা ইসলাম তন্নী, সুদীপ্ত সাহা, শ্রাবনী টুম্পা। অনুষ্ঠানের শব্দ নিয়ন্ত্রণে ছিলেন নামিদ ফারহান ওএ্যালেন জোসেফ। সার্বিক সহযোগীতায় আব্দুল্লাহ আল মামুন ও মইনুল হাসান সুমন।
‘আমাদের কথা’র পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আগামী ১৮ ডিসেম্বর ‘আমাদের কথা’র বিজয় উৎসব পালনের ঘোষণা দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।
বিডি প্রতিদিন/হিমেল