নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন বলেছেন, ‘কাতার ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার, দূতাবাসের সেবার মান বৃদ্ধিসহ প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি দালালমুক্ত দূতাবাস গঠনে সব ধরনের চেষ্টা করেছি। সেইসঙ্গে বৃহৎ আকারে প্রবাসীদের একত্রিত করার জন্য মুসলমানদের সবচেয়ে বড় উৎস ঈদের জামাত বাংলাদেশ স্কুলে আদায় করার ব্যবস্থা করেছি’।
গতকাল দোহার ক্রাউন প্লাজা হোটেলে বাংলাদেশ কমিউনিটির উদ্যােগে তাকে সংবর্ধনা দেওয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নূর মোহাম্মদ নূর।
অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক সৈয়দ, ড. হাবিবুর রহমান, বোরহান উদ্দীন শরিফ, এস এম ফরিদুল হক, তাজুল ইসলাম প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন, দূতাবাসের লেবার মিনিস্টার ড. মোস্তাফিজুর রহমান, জসিম উদ্দিন দুলাল, মোহাম্মদ ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম তালুকদার বাবু, ইঞ্জিনিয়ার আবু রায়হান, আমিন রসুল সাইফুল, সৈয়দ আনা মিয়া, মাহবুবুর রহমান চৌধুরী, শাহ জাহান সাজু, মো. কফিল উদ্দিন, নুরুল আলম, আমিনুল ইসলাম, সাহেল নূর নবী, আব্দুল মতিন পাটোয়ারী, নুরুল আফছার বাবুল, তৌফিক ই চৌধুরী, আহমেদ মালেকসহ দূতাবাসের কর্মকর্তা, কাতার বাংলা প্রেসক্লাব, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ