জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ মালয়েশিয়া শাখা। কুয়ালালামপুর বুকিত বিনতাং এর স্থানীয় একটি হলরুমে শেখ রাসেল জাতীয় শিশু- কিশোর পরিষদ মালয়েশিয়া শাখার আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখা সভাপতি বি এম বাবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ লোকমান হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল ইসলাম, সংগঠনের আহবায়ক কমিটির সদস্য নয়ন হোসেন কাজল, আলম ইসমাইল খান, আলী আসগর শিকদার।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মালয়েশিয়া শাখার যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম ও সদস্য আবু হানিফের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় এসময় বক্তব্য দেন মোহাম্মদ কাউসার সরকার, মোহাম্মদ জয় মামুন, মো. কাউসার, তোফাজ্জল হোসেন ও শাহিন প্রমুখ ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সুমন মোল্লা, মিঠু, বাসেদ মাদবর, রুবেল,সজল, মিকি, সাইফুল, তপন, সোহেল দাস, কামরুল, আমিনুল, আব্বাস, রাসেল, মনির মাঝি, এস এম শাহ আলম, সেলিম রেজাসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেন ।
বিডি প্রতিদিন/ফারজানা