কানাডায় বসবাসরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘কানাডিয়ান এলামনাই এসোসিয়েশন অব রাজশাহী ইউনিভার্সিটি (কারু)’র আয়োজনে টরন্টোতে সফররত রাজশাহী ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন (রুয়া)’র, ঢাকা ইউনিটের সভাপতি ও রুয়া’র সম্মেলন প্রস্ততি কমিটির সদস্য সচিব আইয়ুব আলী খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
কানাডার স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে টরন্টোর ড্যানফোর্থ এভিনিউ’র ধানসিঁড়ি রেস্টুরেন্টে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কারু’র সদস্য আখতারুজ্জামান স্বপনের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে আইয়ুব আলী খান বলেন, ‘সুদূর কানাডায় এসে আমার বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক প্রাক্তন শিক্ষার্থীকে কাছে পেয়ে মনে হচ্ছে, ‘মতিহার’ নামে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি ফিরে গেছি। আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তাদের আত্মার সাথে এই বিশ্ববিদ্যালয় জড়িয়ে আছে।'
আইয়ুব আলী খান ছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারু’র সভাপতি মোস্তাফিজ খান পাপ্পু এবং সাধারণ সম্পাদক সুমন জাফর। অনুষ্ঠান শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ইফতারে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজমুল