১৮ এপ্রিল, ২০২৩ ১৯:৪২

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

নাইম আবদুল্লাহ

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ইফতার

সিডনীতে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (এবিবিসি) ইফতার ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ এপ্রিল) দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে এ সংগঠনটি অস্ট্রেলিয়াতে ব্যবসায়ীদের উৎসাহ ও সেবা প্রদান করে আসছে। গত বছরগুলোর ধারাবাহিকতায় ব্যবসায়ীদের এই মিলনমেলায় তাদের পাশাপাশি সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

বিকেল ৫টায় ছোট্ট সোনামণি সাইয়ান ইয়াছার জামানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর সামা রেইন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। ইসলামিক স্কলার Sheikh Soner Coruklee, ‌‘Business Ethics in Islam’ টপিক নিয়ে বক্তব্যের পর ৩০ মিনিটের জন্য ইফতার ও নামাজের জন্য বিরতি নেওয়া হয়।

নামাজের বিরতির পর এবিবিসি‘র বর্তমান ও নতুন সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রসমূহ ব্যাখ্যা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল হক সরকার (সাহীন)। সংগঠনের বিভিন্ন উন্নয়ন নিয়ে কথা বলেন সহ-সভাপতি আব্দুল হক, নতুন ওয়েবসাইটের সুবিধাসমূহ ও ব্যবহার বিধি বর্ণনা করেন সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম।

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন মোহাম্মদ আবু সাহাদাত সরকার (হেলাল) ২০২৩-২৪ সালের অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল (এবিবিসি) -এর ভিশন নিয়ে প্রশংসনীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।

অনুষ্ঠানে অতিথিদের  মধ্যে বক্তব্য রাখেন সাবেক এমপি ওয়েন্ডি লিঞ্জে, নবনিযুক্ত উপদেষ্টা তানভীর সাহীদ, কমিউনিটির মুরুব্বী ড. আয়াজ চৌধুরী, সাবেক অ্যাটর্নি জেনারেল পেট্রোন জন ডাউড এওকেছি। বক্তারা সংগঠনটির অতীতের নানা সময়ের নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন লিটন বাউল এবং সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির সহ সম্পাদক মোতাসিম বিল্লাহ ও কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর